ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঝালকাঠিতে মাদককারবারির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ঝালকাঠিতে মাদককারবারির যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জামাল হাওলাদার নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ মার্চ) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জামাল হাওলাদার ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি দিনগত রাত ৯টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা জামালের বসতবাড়িতে অভিযান চালিয়ে এবং তার হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশালের ডিএডি নাদের আলী বাদী হয়ে জামালের বিরুদ্ধে ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আ. বারেক। আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আ. আলীম।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।