ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম কারাগারে

যশোর: যশোরের কেশবপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমরান হোসেন (২৪) নামে এক ইমামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।


আসামি ইমরান ভবানীপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।

এরআগে, সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কেশবপুর পৌরললাকার মধ্যকুল গ্রামে মসজিদে আরবি পড়ানো শেষে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরে ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন।  

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর পৌরসভা এলাকার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে প্রায় ৪ বছর ইমামতি ও শিশুদের আরবি পড়িয়ে আসছিল ইমরান। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিলেও ওই শিশুকে (৬) থাকতে বলে। এ সময় শিশুকে একা পেয়ে তাকে ধর্ষণচেষ্টা করে। শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানালে এলাকাবাসী ইমামকে আটক করে রাতেই পুলিশে দেয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে থানায় মামলা করেন।  

কেশবপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, আটক ইমামকে আদালতে হাজির করলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ভিকটিম শিশুর জবানবন্দি নিতে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আটক ইমামের এলাকাবাসী জানিয়েছেন ইমরান স্থানীয় জামায়াত ও শিবির নেতাকর্মীদের সঙ্গে চলাচল করে, গোপনে শিবিরের রাজনীতি করে। তবে ন্যক্কারজনক এ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।