ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জুরাইনে হেরোইনসহ গ্রেফতার জাকিরের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
জুরাইনে হেরোইনসহ গ্রেফতার জাকিরের জামিন স্থগিত ...

ঢাকা: ২০১৮ সালের ডিসেম্বরে হেরোইনসহ রাজধানীর জুরাইন থেকে গ্রেপ্তার মো. জাকির হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর পুলিশের করা মামলায় বলা হয়, শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট জুরাইন টাওয়ারের সামনে অবস্থানকালে ঘুন্টিঘর নতুন রাস্তার ১৬/১ হাজিরবাগস্থ বাড়ির সামনে পাকা রাস্তার ওপর দুইজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযান পরিচালনাকালে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তারা হলেন- বরিশালের উজিরপুরের বাইশখালী গ্রামের মো. জাকির হোসেন (৩৪) এবং মো. জসিম সরকার (২৪)।

তাদের কাছ থেকে ২ হাজার ২৬০ পুরিয়া নেশাজাতীয় মাদকদ্রব্য তথা হেরোইন উদ্ধার করে পুলিশ। যার ওজন ২৪০ গ্রাম।

এ মামলায় জাকির হোসেনকে ৪ এপ্রিল জামিন দেন হাইকোর্ট।

সেই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।