ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্বাস্থ্যবিধি না মানায় ফেনীতে ১৭ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৩, ২০২১
স্বাস্থ্যবিধি না মানায় ফেনীতে ১৭ জনের জরিমানা স্বাস্থ্যবিধি না মানায় ফেনীতে ১৭ জনের জরিমানা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান ব্যতিত প্রকাশ্যে চলাফেরা করায় নয়টি মামলায় ১৭ জনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ এপ্রিল) দিনগত সন্ধ্যা ৭ টার দিকে ফেনী শহরের রাজাঝির দীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরুজ্জামান বলেন, মহামারী করোনা (কোভিড-১৯) মোকাবোলায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এছাড়াও মানুষকে ঘরে থাকতে এবং মাস্ক পরতে উৎসাহিত করা হয়। পাশাপাশি রাজাঝির দীঘির পাড়ে অবস্থিত পৌরসভার ফুটপাত দখল করে অবৈধভাবে তৈরি মার্কেট উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ৩, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।