ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

আবরার হত্যা: যুক্তিতর্ক উপস্থাপন শুরু ৭ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আবরার হত্যা: যুক্তিতর্ক উপস্থাপন শুরু ৭ সেপ্টেম্বর

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।  

আসামি পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপন শেষে সোমবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান যুক্তিতর্ক উপস্থাপনের এদিন ধার্য করেন।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণা করবেন।  

এদিন মোট পাঁচজন সাফাই সাক্ষীকে আদালতে হাজির করেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তাদের মধ্যে চারজনের সাফাই সাক্ষী আদালত গ্রহণ করে। আসামি মেহেদী হাসান রাসেলের পক্ষে তার বাবা রুহুল আমিনসহ তিনজন। অপর দু’জন হলেন- সিদ্দিক মিয়া ও মো. রাজিব মোল্লা।  

এছাড়া আসামি ইশতিয়াক আহমেদ মুন্নার পক্ষে আদালতে সাফাই সাক্ষী দেন মো. রাসেল মিয়া।  

অপরদিকে আসামি রাসেলের পক্ষে মো. তাউসিফ নামে একজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেনি আদালত।

গত ১৪ মার্চ মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন।  

এরপর গত ২৭ ও ২৮ জুন একই আদালতে এ মামলার সাফাই সাক্ষ্যের দিন ধার্য ছিল। ওই অবস্থায় করোনা পরিস্থিতিতে ছুটিতে মামলার বিচারকাজ স্থগিত হয়ে যায়। গত রোববার (২২ আগস্ট) সাফাই সাক্ষ্যের মাধ্যমে ফের বিচারকাজ শুরু হয়।  

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শুরু হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পর দিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

গত বছরের ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।