ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিশু নয়ন হত্যা মামলায় এক আসামির জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
শিশু নয়ন হত্যা মামলায় এক আসামির জামিন স্থগিত

ঢাকা: গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে ৮ বছরের শিশু নয়নকে হত্যা মামলার আসামি মো. রফিকের জমিন স্থগিত করে তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০১৬ সালের ১১ নভেম্বর নয়নকে গলাটিপে হত্যার পর লাশ গুম করা হয়। দুই দিন পর ১৩ নভেম্বর পুলিশ মো. রফিককে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২৫ মে রফিককে জামিন দেন হাইকোর্ট। এরপর রফিক কারাগার থেকে মুক্তি পান।

পরে রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগসট ২৯, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।