ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রেনু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
রেনু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

ঢাকা: রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকার আদালতে মামলার বাদী রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ তিনজন সাক্ষ্য দেন।

 

সাক্ষ্য দেওয়া অপর দুজন হলেন- রেনুর আরেক ভাগ্নে অনিকুর রহমান ও সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা সাক্ষ্য দেন।  

তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী বছরের ১১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তিন ধার্য করেন।

সাক্ষ্যগ্রহণকালে ১৩ আসামি আদালতে হাজির ছিলেন। মামলার বাদী নাসির উদ্দিন টিটু বিষয়টি জানান।

গত ১ এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন একই আদালত।

আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ওরফে রুম্মান হোসেন ও মহিউদ্দিন।

জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে অনুষ্ঠিত হচ্ছে।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

গত বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট ও অপ্রাপ্ত বয়স্ক দুজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।