ঢাকা: গাজীপুর ও ঢাকার দুই মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৩ নভেম্বর) এ আদেশ দেন।
আদালতে তার পক্ষে আইনজীবী ছিলেন আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া ঢাকার তেজগাঁওসহ আরও মামলা হয় তার নামে।
এর মধ্যে ময়মনসিংহের এক মামলায় ৩০ সেপ্টেম্বর জামিন দিয়েছিল হাইকোর্ট।
রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
আরও পড়ুন...
** রফিকুল ইসলাম মাদানী এখন তেজগাঁও থানায়
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ইএস/আরবি