ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অর্থপাচার: হাইকোর্টে জামিন পেলেন বগুড়ার তুফান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
অর্থপাচার: হাইকোর্টে জামিন পেলেন বগুড়ার তুফান তুফান সরকার

ঢাকা: অর্থপাচার মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন প্রশ্নে জারি করা রুলের যথাযথ ঘোষণা করে বুধবার (৫ জানুয়ারি) রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন এ জামিনের বিরুদ্ধে আপিল করা হবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গত বছরের ২৯ অক্টোবর এ মামলা করেন সিআইডির উপ-পরিদর্শক মো. সফিউল আলম। মামলায় অবৈধ মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবসার মাধ্যমে মোট ৩৩ লাখ ৩৪ হাজার টাকা স্থানান্তর ও রুপান্তর করার অভিযোগ আনা হয়।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর দুদকের করা মামলায় তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তুফান সরকার।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।