ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদক সেবন করে মাকে মারধর, ছেলের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
মাদক সেবন করে মাকে মারধর, ছেলের কারাদণ্ড 

লক্ষ্মীপুর: মাদক সেবন করে মাকে মারধর করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আব্দুল আজিজ সর্দার ওরফে আরিফ নামের ওই মাদকসেবীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন।

আরিফ উপজেলার হাজিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আরিফ মাদক সেবন করে তার মাকে প্রায়ই মারধর করতেন। বিষয়টি পুলিশকে জানালে সোমবার দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।