ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন, জরিমানা ৩০ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন, জরিমানা ৩০ লাখ টাকা

খাগড়াছড়ি: এক শিশুকে (১০) বলাৎকারের অভিযোগে মো. নোমান মিয়া ওরফে রোমান (২২) নামে মাদরাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ভিকটিমের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুছাং আবু তাহের এ রায় দেন। সাজাপ্রাপ্ত নোমান দীঘিনালার ছোট মেরুং এলাকার মো. আলী মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং এলাকায় একটি মাদরাসায় শিক্ষক মো. নোমান মিয়া ওরফে রোমান (২২) একই মাদরাসার এক ছাত্রকে (১০) বলাৎকার করেন। এ ঘটনায় ভিকটিমের পরিবার একই বছরের ২৩ আগস্ট দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর ২০১৮ সালের ২২ মে অভিযোগপত্র (চার্জশিট) গঠন করা হয়। মামলা চলাকালীন মোট ১২ জন সাক্ষ্য প্রদান, যুক্ত তর্ক উপস্থাপন শেষে আদালত বুধবার এ রায় দেন। আসামিকে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ভিকটিমের পবিারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।