ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় হাইকোর্টে জি কে শামীমের জামিন আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
মাদক মামলায় হাইকোর্টে জি কে শামীমের জামিন আবেদন

ঢাকা: অস্ত্র-মানি লন্ডারিং এবং দুদকের মামলায় গ্রেফতার বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ নেতা জি কে শামীম মাদক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

সোমবার (১১ এপ্রিল) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতেয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনের শুনানি মুলতবি রাখেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী।  

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার বেশি এফডিআর পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা শামীমের নামে। একইসঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।

পরদিন শামীম ও তার দেহরক্ষীদের গুলশান থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা দায়ের করে র‌্যাব।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায়ও শামীমকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন...
দুই মামলায় জি কে শামীম ১০ দিনের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।