ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৮৩০ গ্রাম হেরোইন উদ্ধার: মমতাজ বেগমের জামিন স্থগিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
৮৩০ গ্রাম হেরোইন উদ্ধার: মমতাজ বেগমের জামিন স্থগিত 

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর থেকে ৮৩০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় গ্রেফতার আসামি মমতাজ বেগমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার (১১ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

পরে সাইফুল আলম জানান, হাইকোর্ট কয়েকদিন আগে এই মামলার আসামি মমতাজ বেগমকে জামিন দিয়েছেন। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রোববার সে আবেদনের শুনানি নিয়ে আট সপ্তাহের জন্য হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেছেন।

গত বছরের জুলাইয়ে র‌্যাব-১-এর একটি আভিযানিক দল সংবাদের ভিত্তিতে গোয়ালবাথান এলাকায় তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মমতাজ বেগম, মো. ইব্রাহিম, মো, জুয়েল আলী ও মো. সাজ্জাদ আলীকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৮৩০ গ্রাম হেরোইন, ৪টি মোবাইল ফোনসেট, ৪টি সিমকার্ড এবং ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১,২০২২
ইএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।