ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ডণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিহার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০), গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁ কে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচ আসামির মধ্যে আমির খাঁ মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা সীমানা বিরোধের জেরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তর পাড়া বিবাদীদের বসত বাড়ির পূর্ব পাশে বৃটিশ পাকা রাস্তার ওপরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ যুক্তি তর্ক শেষে আদলাত আজ এ রায় ঘোষণা করেন।
রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ বলেন, মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
আরএ