ঢাকা: দুর্নীতির অভিযোগে করা মামলার সংবাদ প্রকাশের জের ধরে সময় টিভির তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
এ তিন সাংবাদিকের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।
তিন সাংবাদিক হলেন—সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, সহযোগী বিশেষ প্রতিবেদক আফজাল হোসেন ও জেষ্ঠ্য বার্তা সম্পাদক মানোয়ার হোসেন।
দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের নোয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ (দুদক) নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে দুদকের দেওয়া প্রতিবেদন নিয়ে সময় টিভিতে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন ২০২১ সালের ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ইএস/এমজেএফ