ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী ও উকিল বাবার যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী ও উকিল বাবার যাবজ্জীবন  দণ্ডপ্রাপ্তরা।

কুমিল্লা: কুমিল্লায় স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় স্বামী ও উকিল বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

তারা হলেন-জেলার সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের মিয়াজি বাড়ির নুরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)।

এদের মধ্যে নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রীকে উকিল শ্বশুর আবদুর রহমানের কাছে বিক্রি করে দেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর হাত পা চেপে ধরলে আবদুর রহমান ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।