ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যৌতুক-নির্যাতনের মামলায় ক্রিকেটার আল আমিনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
যৌতুক-নির্যাতনের মামলায় ক্রিকেটার আল আমিনের জামিন

ঢাকা: যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।  

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাফরোজা পারভীন তার জামিন মঞ্জুর করেন।

 
গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন আল আমিন। পরের দিন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আট সপ্তাহ পরে তাকে বিচারিক আদালতে আত্মসর্মপণ করতে বলেন আদালত।  

হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন আল আমিন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পর দিন আল আমিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
কেআই/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।