ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদকের জন্য তরুণ সমাজ হুমকিতে: প্রধান বিচারপতি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
মাদকের জন্য তরুণ সমাজ হুমকিতে: প্রধান বিচারপতি 

ঢাকা: যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হয়ে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে আসার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল-এর উদ্বোধনে এ কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘সমস্ত ইয়াং জেনারেশন আজ মাদকের জন্য হুমকির সম্মুখীন। বিচারের জন্য যে অপরাধগুলো আসে এর বড় একটা অংশ হচ্ছে মাদক। আমার বিশ্বাস খেলাধুলা মাদকে আসক্ত থেকে যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারে। সেজন্য আমারা খেলাধুলার দিকে মনোযোগ দেব। ’

যুব সমাজকে উদ্বুদ্ধ করে প্রধান বিচারপতি বলেন, ‘খেলা আমাদের জাতির গৌরবকে আরও বাড়িয়ে দেয়। গোটা যুব প্রজন্মকে বলি, আপনারা খেলায় মনোযোগ দিন। দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে আসবেন। ’

এরপর প্রধান বিচারপতি পায়রা উড়িয়ে তরুণ আইনজীবীদের এ টুর্নামেন্টের উদ্ভোধন ঘোষণা করেন।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল।  

সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন ‘তরুণ চত্বরের’ উদ্দ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এ নিয়ে তিনবার এ টুর্নামেন্টের আয়োজন করলো তরুণ চত্বর।  

এ ক্রিকেট টুর্নামেন্টে ৩৯টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে আছেন ১০জন করে খেলোয়াড়। খেলা হবে ছয় ওভারে। এর মধ্যে নারী আইনজীবীদের রয়েছে দুটি দল এবং বিচারকদের নিয়ে রয়েছে একটি দল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১০,২০২২
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।