ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টিভি কিউ: ০৭ আগস্ট ২০১০, শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০

এটিএন বাংলা

রাত ০৮টা ॥ ধারাবাহিক নাটক : প্রজাপতি মন’ (৩৪ পর্ব) ॥ রচনা: ফেরদৌস হাসান, পরিচালনা: ফজলুর রহমান ॥ অভিনয়ে: মীর সাব্বির, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী বিশ্বাস, শাহরিয়ার নাজিম জয়, মাজনুন মিজান, আবুল হায়াত, ডলি জহুর, রহমত আলী, ওয়াহিদা মলিক, ফখরুল হাসান বৈরাগী প্রমূখ।

রাত ০৮টা ৪০মিনিট ॥ ধারাবাহিক নাটক : উপসংহার’ (৩য় পর্ব) ॥ রচনা ও পরিচালনা: বদরুল আনাম সৌদ ॥ অভিনয়ে : সুবর্ণা মুস্তাফা, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহেমদ, ফজলুল রহমান বাবু, আজাদ আবুল কালাম, দিনার, মিলন, সাজু, বন্যা মির্জা, খায়রুল  আলম সবুজ, সাবেরী আলম, তানিমা, ইরেশ, মৌসুমী বিশ্বাস, মিতা চৌধুরী, শামস্ সুমন, নোভা, দিপান্বি^তা হালদার, সুভাশিষ ভৌমিক প্রমুখ।



রাত ০৯টা ২০মিনিট ॥ ধারাবাহিক নাটক : লীলাবতী’ (১৮ পর্ব) ॥ উপন্যাস : হুমায়ূন আহমেদ, নাট্যরূপ ও পরিচালনা : অরুণ চৌধুরী। অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, তমালিকা, আরেফিন শুভ, তিন্নী, হিল্লোল, নোভা ফিরোজ, বিন্দু, প্রভা, আসিব প্রমূখ।

চ্যানেল আই

দুপুর ০১টা ৩০মিনিট ॥ বাংলা ছায়াছবি : শাস্তি ॥ গল্প : রবীন্দ্রনাথ ঠাকুর, পরিচালনা : চাষী নজরুল ইসলাম ॥ অভিনয়ে : রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শহিদুল আলম সাচচু, আহমেদ শরীফ, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

রাত ০৭টা ৫০মিনিট ॥ ধারাবাহিক নাটক : চৈতা পাগল ॥ রচনা : বৃন্দাবন দাস, চিত্রনাট্য ও পরিচালনা : মাহফুজ আহমেদ ॥ অভিনয়ে : জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমি বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, শুভ্র, মিশো, আরফান, রিফাত চৌধুরী প্রমুখ।
    
বাংলাভিশন

রাত ০৯টা ৪৫ মিনিট ॥ প্রতিদিনের ধারাবাহিক : গুলশান এভিনিউ ॥ নিমা রহমানের রচনা ও সতীর্থ রহমানের পর্ব-পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, তারিক আনাম খান, দিতি, মৌ, অপূর্ব, আতাউর রহমান, মিতা নূর, বাঁধন, আলভী, টুটুল, লিনা আহমেদ, প্রিসিলা পারভীন, শশী, নিসা, মাহমুদ সাজ্জাদ, মারুফ প্রমুখ।

রাত ১১টা ২০ মিনিট ॥ আর্ট শো : লাল গোলাপ ॥ শফিক রেহমানের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিশঙ্কর মৈত্রী ॥ এবারের পর্বের বিষয়: ইভ টিচিং। এই বিষয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে এসেছেন মারলিন বিশ্বাস ও নাতাসা আরিফ স্বর্ণা, ছাত্রী। ইভ টিচিং এর শিকার, প্রতিকার, কুফল, প্রতিরোধ- এসব নিয়ে লাল গোলাপের এবারের পর্বে থাকছে বিভিন্ন প্রতিবেদন। পাশাপাশি দেখানো হবে বিভিন্ন সিনেমায় ইভ টিচিং এর  অংশবিশেষ।

একুশে টিভি

বিকাল ০৫টা ২৫ মিনিট ॥ ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান : দ্য এইম ॥
এবারের থাকছে বিজ্ঞাপনচিত্র নির্মাণ। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ  করেছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা, শমী কায়সার, তারিক আনাম ও ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর আহমেদ ॥ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লারা লোটাস।
রাত ০৯টা ৩০ মিনিট ॥  ধারাবাহিক নাটক : ভাবী। কাহিনী : আব্দুস সালাম, রচনা : মানস পাল, পরিচালনা : দেবাশীষ বড়–য়া দীপ ॥ অভিনয় করেছেন বন্যা মির্জা, সোয়েব, সজল, জ্যোতিকা জ্যোতি, নাফিজা, সীমানা, ইনামুল হক, শামীম, শিরীন আলম প্রমূখ।

দেশটিভি

রাত ০৮টা ১৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : অনুভূমি ॥ এজাজ মুন্নার রচনা ও হুমায়ূন ফরীদি পরিচালনায়। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, আনিসুর রহমান মিলন, লিটু আনাম, শাহেদ শরীফ খান, সাদিয়া ইসলাম মৌ, জাকিয়া বারী মমসহ আরো অনেকে।

রাত ০৯টা ৪৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : যাও পাখি ॥ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে আজাদ আবুল কালামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, আমিরুল হক চৌধুরী, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, বিজরী বরকত উল্লাহ, চাঁদনি, গোলাম ফরিদা ছন্দা, সোলায়মান খোকা, নুরুল আলম মিল্কি, আজিজুল হাকিম, নাজনিন চুমকী, লিনা আহমেদ, রেজওয়ানা রাহি, জয়া রায়, আনান, পীরজাদা শহীদুল হারুন, তিতাস, তাঙ ময়ন, কাজী তামান্না তৃশা, শান্তা, শাহজালাল, জয়া ও আরো অনেকে।

রাত ১০টা ৩০ মিনিট ॥ মেগা ধারাবাহিক : ভজকট ॥ লিখেছেন মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম পল্টু। পরিচালনা করেছেন রাজু খান ও এ কে আজাদ । প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন- আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, লুৎফর রহমান র্জজ, সারা যাকের, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকি, বন্যা মির্জা, হুমায়রা হিমু, স্বাগতা, মাহামুদুল ইসলাম মিঠু, অশোক বেপারী, জয়রাজ, অয়ন চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসেন, সাহানা সুমি প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ২২০৫, আগস্ট ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।