ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দীর্ঘদিন পর শাওন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

প্রায় বছরখানেক বিরতির পর আবার অভিনয়ে ফিরেছেন মেহের আফরোজ শাওন। দ্বিতীয় সন্তানের মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি।

আসছে ঈদে জনপ্রিয় কথাশিল্পী ও নির্মাতা হুমায়ুন আহমেদের ‘মীরার দিন-রাত্রি’ নাটকে তাকে নাম ভূমিকায় দেখা যাবে। নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে ঈদুল আজহার দিন রাত ৭টা ৫০ মিনিটে।

নাটকে দেখা যাবে, প্রাণবন্ত মেয়ে মীরা। হৈ চৈ করতে খুব পছন্দ করে। সবকিছু বাড়িয়ে বলা তার অভ্যাস। স্বপ্ন, কল্পনা আর বাস্তব প্রায়ই মীরা মিলিয়ে ফেলে। এতে প্রায়ই ঘটে যায় বিব্রতকর নানা ঘটনা, লোকজনও তাকে ভুল বুঝে। বিয়ের পরেও মীরার স্বাভাব-চরিত্রের কোন কোনো পরিবর্তন হয় না। যেখানে যায় সেখানেই তিনি কোন না কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটান। যা সমাজে খুবই লজ্জাকর। এমনই একটি ঘটনায় তার স্বামী তার ওপর একেবারেই আস্থা হারিয়ে ফেলেন। যার ফলশ্র“তিতে তিনি কঠিন সিন্ধান্ত নিতে বাধ্য হন। আর তখনি মীরার স্বপ্ন লালিত ঘটনার আর্বিভাব ঘটে।

অনেকদিন পর অভিনয় করা প্রসঙ্গে শাওন বললেন, অভিনয়টা মিশে আছে আমার অস্তিত্বের সঙ্গে। শারীরিক কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম। এখন থেকে আবার নিয়মিত অভিনয় করবো।

‘মীরার দিন-রাত্রি’ নাটকে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, শাহেদ শরীফ খান, আব্দুল্লাহ রানা, জুয়েল রানা প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫০  নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।