ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বউকে ৩ কোটি রুপির গাড়ি দিলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০

সঞ্জয় দত্ত এবং মান্যতার দাম্পত্য জীবন বেশ ভালোই চলছে। দু বছর চুটিয়ে  প্রেম করার পর তারা বিয়ে করেন ২০০৮ সালে।

বিয়ের দু বছরের মাথায় এ বছরের ২১ অক্টোবর মান্যতা সঞ্জয় দত্তকে জমজ সন্তান উপহার দেন। তখনই এ সুপারহিট নায়ক কথা দিয়েছিলেন ‘রোলস রয়েল ঘোস্ট লাক্সারি’ মডেলের বিলাসবহুল গাড়ি উপহার দেবেন বউকে। কথা রেখেছেন তিনি।

সম্প্রতি মান্যতা তার স্বামীকে নিয়ে দিল্লির একটি দোকানে গাড়ি কিনতে যান। সেখানে যে গাড়িটি পছন্দ করলেন তার দাম তিন কোটি রুপি। সঞ্জয়ও চেয়েছিলেন তার স্ত্রীকে তার পছন্দসই গাড়ি দিতে। গাড়ি কেনার পর দুজনে ভক্তদের সামনে ফটোসেশনে অংশ নেন এবং ভক্তদের গাড়িটি দেখার সুযোগ দেন।

বাংলাদেশ সময় ১২৫৫, ডিসেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।