ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গান গাইব না : মিলা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

দেশের সঙ্গীতাঙ্গন এখন ভাসছে বিশ্বকাপ ক্রিকেট জোয়ারে। আসছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তৈরি হচ্ছে একের পর এক গান।

শিল্পী-সুরকার কে কার চেয়ে বেশি ভালো গান করবেন এ নিয়ে চলছে উৎসবমুখর প্রতিযোগিতা। এমনই সময়ে জনপ্রিয় পপগায়িকা মিলা অবলম্বন করছেন রহস্যময় নীরবতা।

গত বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে সবার আগে নিজের কণ্ঠে গান নিয়ে সামনে এসেছিলেন পপক্রেজ মিলা। অথচ নিজের দেশে বিশ্বকাপ ক্রিকেটের এত বড় আয়োজন, এই সময় মিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি ক্রিকেট মিলার পছন্দ নয়? না, বরং ফুটবলের চেয়ে ক্রিকেটই বেশি পছন্দ তার। তারপরও বিশেষ কারণে তিনি নিজেকে এবার গুটিয়ে রেখেছেন।

বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ হয়েও এর উদ্বোধনী বা সমাপনী পর্বে দেশীয় শিল্পীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ নেই, বিষয়টি মেনে নিতে পারেননি মিলা। তাই ঠিক করেছেন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এবার তিনি কোনো গানই গাইবেন না।

এ বিষয়ে মিলা বলেন, আমাদের দেশে এতো বড় আসর হচ্ছে। অথচ এই আসরের থিম সং তৈরি করছেন বিদেশি শিল্পীরা। উদ্বোধনী ও সমাপনী পর্বেও থাকছেন বিদেশি শিল্পীরা। তার মানে কি আমাদের দেশের শিল্পীদের এই আসরে গান গাওয়ার কোনো যোগ্যতা নেই! এটা আমি মেনে নিতে পারিনি। তিনি বলেন, এ বিষয়ে আইসিসি বা ক্রিকেট বোর্ড কিছু ভেবেছে বলে আমার মনে হয় না। দেশের শিল্পীসমাজের জন্য বিষয়টি অবমাননাকর। এটার প্রতিবাদেই আমি ঠিক করেছি, এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কোনো গান গাইব না।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৩০, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।