ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

খেতাব জিতলেন রাখি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর মুকুট জয় করে নিলেন মাহবুবা ইসলাম রাখি। প্রথম রানার আপ হয়েছেন মৌসুমী এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নিশা।

২৪ জানুয়ারি সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টের বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে।

‘রূপকথা’ থিম নিয়ে এবার শুরু হয়েছিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর স্বপ্নযাত্রা। প্রায় তিন মাস আগে সারা দেশ থেকে দশ হাজার মেয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছিল দেশ-কাঁপানো এই ইভেন্ট। কয়েক দফা অডিশনের মধ্য দিয়ে বুট ক্যাম্পে ২৫ জনকে বেছে নেওয়া হয়। ক্যাম্পে প্রতিযোগীদের ভিডিও স্ক্রিনিং, সৌন্দর্য, অভিনয়, নাচ, স্টাইলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বরেণ্য অভিনেতা, পরিচালক ও ফ্যাশন ডিজাইনাররা।   প্রশিক্ষণ পর্ব শেষে রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মাধ্যমে পর্যায়ক্রমে কমতে থাকে প্রতিযোগীর সংখ্যা। চূড়ান্ত পর্বে উঠে আসেন সেরা পাঁচ প্রতিযোগী টয়া, মাশিয়াত, রাখি, মৌসুমী ও নিশা।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তারা পারফর্মেন্সের পাশাপাশি বিচারকদের বিভিন্ন প্রশ্নের তৎক্ষণিক উত্তর দেন। এসএমএসের মাধ্যমে সারা দেশের মানুষের ভোট আর বিচারকদের ফাইনাল মার্কিংয়ের ভিত্তিতে এই পাঁচজনের মধ্যে থেকে রাখি জিতে নেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর মুকুট।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, মডেল তারকা নোবেল এবং মিডিয়া ব্যক্তিত্ব আলী যাকের।

রূপকথার রাজ্যের আদলে তৈরি জাঁকজমকপূর্ণ মঞ্চে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর সেরা ২৫ জন প্রতিযোগীর পারফর্মেন্সের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সেরা পাঁচ প্রতিযোগী ড্যান্স ও ক্যাটওয়াকের মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। গত বছরের খেতাব বিজয়ী মেহজাবিন এবং দুই রানার আপ ইশানা ও স্বর্ণার পরিবেশনায় ছিল পুরনো দিনের জনপ্রিয় বাংলা গানের সঙ্গে মডার্ন ড্যান্স। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অর্থহীন, ক্রিপটিক ফেইথ ও মাইলসের সম্মিলিত পরিবেশনায় মিডলে সং।

সবশেষে রূপকথার দেশের রাজকন্যা হিসেবে অভিষেক হয় মাহবুবা ইসলাম রাখির। তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের খেতাব বিজয়ী মেহজাবিন। । খেতাব বিজয়ী রাখি পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ মিৎসুবিশি ল্যান্সার গাড়ি, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ এবং অভিনয়ের ওপর একটি আন্তর্জাতিক স্কলারশিপ।

প্রথম রানার আপ মৌসুমী হামিদ ও দ্বিতীয় রানার আপ মেহরিন ইসলাম নিশাকে স্লেশে পরিয়ে দেন গতবারের দুই রানার আপ ইশানা ও স্বর্ণা। প্রথম রানার আপ তিন লক্ষ টাকা  এবং দ্বিতীয় রানার আপ এক লক্ষ টাকা পুরস্কার পান।

এছাড়াও সেরা ১০ প্রতিযোগী থেকে ফেসবুকে জরিপের মাধ্যমে পন্ডস বিউটিফুল স্কিন হিসেবে রুমা, সানসিল্ক বিউটিফুল হেয়ার হিসেবে নিরা ও ক্লোজ-আপ বিউটিফুল স্মাইল হিসেবে সোহানীকে খেতাব ও এক লক্ষ টাকা করে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময় ২৩৫০, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।