ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিজের জীবনী-ছবি নিয়ে ব্যস্ত এলটন জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

নিজের জীবনকাহিনী নিয়ে ছবি তৈরিতে ব্যস্ত প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন। তিনি তার পাগলাটে জীবনের বিভিন্ন দিক তুলে ধরবেন এই ছবিটিতে।



জন এবং কানাডীয় চলচ্চিত্র প্রযোজক ডেভিড ফারনিশ দুজনে মিলে সহযোগিতা করছেন ব্রিটিশ চিত্রনাট্যকার লি হলকে। জনের দাবি, এই ছবিটিতে তার জীবনের উন্মত্ত ঘটনাগুলোই তুলে ধরা হবে। জনের বরাত দিয়ে খবরটি ছেড়েছে কন্টাক্টমিউজিকডটকম।

জন বলেন, ‘আমি আমার জীবনকাহিনী নিয়ে সত্যিই একটা চমৎকার ছবি বানাতে পারব। লি হলের চমৎকার চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা আছে। সে ইতিমধ্যেই আমাকে নিয়ে চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছে। ’

বাংলাদেশ সময় ০০২০, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।