ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শয্যাসঙ্গী হিসেবে পছন্দের শীর্ষে সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

শয্যাসঙ্গীর প্রশ্নে অধিকাংশ পুরুষই ক্যাটরিনা কাইফকে পেতে চান। অন্যদিকে নারীদের কাছে সবার ওপরে আছে সালমান খানের নাম।

সম্প্রতি ভারতের সাতটি শহরে ১৮ থেকে ৪৫ বছরের নারী-পুরুষের মধ্যে জরিপ করে এ তথ্য জানানো হয়েছে। এ জরিপ পরিচালনা করে সে দেশের একটি শীর্ষস্থানীয় কনডম কোম্পানি।

সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘আপনার যদি সবার সাথে সুযোগ থাকত তাহলে কাকে শয্যাসঙ্গী হিসেবে বেছে নিতেন’? উত্তরে চলচ্চিত্র-তারকা, খেলোয়াড়, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের নাম আসে। তালিকায় অনেক তারকার নাম এলেও পছন্দের শীর্ষে আছেন সালমান-ক্যাটরিনা।

পুরুষদের পছন্দের তালিকায় ঐশ্বরিয়া রাই আছেন দ্বিতীয় স্থানে। এ তালিকায় ক্রমান্বয়ে আছেন বিপাশা বসু, টেনিস তারকা সানিয়া মির্জা, দীপিকা, সোনম কাপুর, আইটেম কন্যা রাখি সাওয়াত এবং বেডমিন্টন চ্যাম্পিয়ান সানিয়া নেহওয়াল।

নারীদের ভোটে সালমানের পরেই আছেন রণবীর কাপুর। তারপর একে একে আছেন শাহরুখ খান, ক্রিকেট তারকা এমএস ধোনি, হৃত্বিক রোশন, রাহুল গান্ধী, ইমরান হাশমি, সাইফ আলী খান এবং ইমরান খান।  

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময় ২০৪৫, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।