ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মিম এবার গায়িকা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম নিজ এলাকায় গায়িকা হিসেবে বেশ জনপ্রিয়। এলাকায় কোনো অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে।

এমনি এক অনুষ্ঠানে মিমের গান শুনে মুগ্ধ হন সজল। ঢাকা থেকে বেড়াতে আসা সজলের সঙ্গে অল্পদিনেই মিমের গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সজল মিমকে নিয়ে ঢাকায় আসতে চায়, কিন্তু মিম তাতে রাজি হয় না। এভাবেই এগিয়ে যাবে ভালোবাসা দিবসের নাটক ‘দ্বিধা’।

নাটকে মিমকে দুটি জনপ্রিয় গান হারমোনিয়াম বাজিয়ে গাইতে দেখা যাবে। বিদ্যা সিনহা মিম ও সজলসহ এতে আরো অভিনয় করেছেন মৌনতা, হীরা, আকাশ প্রমুখ। ‘দ্বিধা’ নাটকটি রচনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক, পরিচালনায় রয়েছেন ইয়াসিন মিয়া আকাশ।

গত ১৩ ও ১৪ জানুয়ারি নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। বিশ্ব ভালোবাসা দিবস উপলে বিশেষ নাটক ‘দ্বিধা’ প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময় ২০৫০, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।