ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিশ্বকাপে বাংলাদেশ দলের থিম সং গাইলেন মেহরীন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

‘দেশজুড়ে উৎসব, মনজুড়ে রোশনাই, জোরসে বলো, কাপ কিন্তু একটাই’ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের থিম সং এটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপগায়িকা মেহরীন।



এ বিষয়ে কণ্ঠশিল্পী মেহরীন বাংলানিউজকে জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর বেক্সিমকো। এই প্রতিষ্ঠানটির উদ্যোগেই গানটি রেকর্ডিং করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এফএম রেডিওতে গানটি বাজানোও শুরু হয়ে গেছে। গানের কথা লিখেছেন শামীম, সুর করেছেন সন্ধি এবং সঙ্গীতায়োজনে রয়েছেন এস আই সুমন।

মেহরিন মনে করেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশনে তিনিও অংশীদার। এ বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বললেন, আমার জন্য এটি খুবই আনন্দের একটি ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে মাঠে খেলবে। আর আমার গানটি বাজবে কোটি বাঙালির হৃদয়ে। ক্রিকেটারদের অনুপ্রেরণা দেবে আমার গান।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের এই থিম সং নিয়ে তৈরি করা হচ্ছে একটি মিউজিক ভিডিও। এতে অবশ্য মেহরীন থাকছেন না। মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময় ২১১৫, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।