ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শিল্পকলা একাডেমীতে মাইম কর্মশালা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

গত কয়েক বছরে দেশের মাইম শিল্পের অনেকটাই অগ্রগতি হয়েছে। নান্দনিক শিল্পকর্ম মাইমের প্রসারে এবার এগিয়ে এসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

১ ফেব্রুয়ারি থেকে শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হচ্ছে বড় পরিসরে একটি মাইমবিষয়ক কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় ১৫ দিনের একটি কর্মশালা হবে এবং একটি মাইম প্রযোজনা নির্মাণ করা হবে।

মাইম কর্মশালা শেষে ১৬ ফ্রেব্রুয়ারি জাতীয় নাট্যশালায় প্রযোজনাটির একটি কারিগরি প্রদর্শনী হবে। ১৭ ফেব্রুয়ারি একই মিলনায়তনে এর প্রথম মঞ্চায়ন হবে। কর্মশালায় প্রশিক্ষণ দিতে আসছেন আমেরিকাপ্রবাসী বাংলাদেশের একসময়ের জনপ্রিয় মাইম শিল্পী মাশহুরুল হুদা। এই কার্যক্রমের সমন্বয়ে থাকছেন তরুণ মাইম শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব।

৩১ জানুয়ারি শিল্পকলা একাডেমীতে মাইমের কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হবে। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা ০১৯১২৯৯৬৮৯০ এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ঢাকা শিল্পকলা একাডেমীর নাটক ও চলচ্চিত্র বিভাগে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময় ২১২০, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।