ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এনটিভিতে সরাসরি বসন্ত উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

আসছে ১৩ ফেব্রুয়ারি  পহেলা ফাল্গুন। প্রতি বছরের মতো এবারও দিনটি উৎসব আমেজে উদযাপনের প্রস্তুতি চলছে।

এ উপলক্ষে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে আয়োজন করা হবে ‘বসন্ত উৎসব’। এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।

এবারের বসন্ত উৎসব সামনে রেখে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। অন্যবারের চেয়ে এবারের আয়োজনে থাকছে অনেক ব্যাপকতা। অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য, দলীয় সঙ্গীত, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, একক আবৃত্তি ও আদিবাসীদের বিশেষ পরিবেশনা থাকবে। বসন্ত উৎসবে ছায়ানট, নৃত্যাঞ্চল, বাফা, নজরুল একাডেমী প্রভৃতি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

১৩ ফেব্র“য়ারি রবিবার এবারের বসন্ত উৎসব প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে। বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এনটিভি ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ হতে বসন্ত উৎসবের সাংস্কৃতিক পর্ব সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ০০৪৫, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।