ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার নিলামে জ্যাকসনের হাত-পায়ের ছাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

এবার নিলামে উঠবে জ্যাকসনের হাত-পায়ের ছাপ। সাথে থাকবে স্বাক্ষর।

এগুলো আছে একটি কংক্রিটের স্লাবে।

১৯৮৪ সালে লাস ভেগাসে ‘ওয়াক অব ফেম’ প্রকল্পটি চলাকালে একটি কংক্রিটের স্লাবে এই প্রয়াত পপ সম্রাটের হাত-পায়ের ছাপ নেওয়া হয়েছিল। একটি স্বাক্ষরও আছে এই স্লাবে। প্রকল্পটি ভেস্তে গেলেও এখন অনেক মূল্যবান হয়ে উঠেছে জ্যাকসনের স্মৃতিচিহ্নগুলো।

২০০৬ সালে ৩৭৫-পাউন্ড ওজনের এই স্লাবটি পাওয়া যায় রিভেরা হোটেলের বেসমেন্টে। আগামী মাসে এটি উঠবে নিলামে। স্লাবটিতে ফাটল দেখা দিলেও আয়োজকরা আশা করছেন, এর দাম উঠবে এক লাখ ডলারেরও বেশি।

বাংলাদেশ সময় ০০২০, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।