ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবারও রিয়াজ-পূর্ণিমা জুটি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি রিয়াজ-পূর্ণিমা আবারও আসছেন দর্শকদের সামনে। বিশ্বকাপ ক্রিকেটের পর পরই মুক্তি পাচ্ছে রিয়াজ-পূর্ণিমা জুটির ছবি ‘বন্ধু তুমি আমার’।



প্রায় দু বছর আগে নজরুল ইসলাম পরিচালিত ‘বন্ধু তুমি আমার’ ছবির শুটিং শেষ করেন রিয়াজ আর পূর্ণিমা। কিন্তু আনুষঙ্গিক কিছু কাজের জন্য ছবিটির প্রযোজক মজিবুর রহমান কবির ছবিটি মুক্তি দেওয়া থেকে বিরত ছিলেন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবার পর প্রযোজক ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এ ছবিতে পূর্ণিমা-রিয়াজ ছাড়াও আরো অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আলীরাজ, সাদেক বাচ্চু , ডনসহ অনেকে। ছবিটি নির্মিত হয়েছে সন্ধানী কথাচিত্রের ব্যানারে।

রিয়াজ-পূর্ণিমা জুটির আলোচিত ছবির মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘টক ঝাল মিষ্টি’, ‘শাস্তি’ প্রভৃতি।

বাংলাদেশ সময় ১৮৩৫, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।