ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আদালতে হাজির হওয়ার নির্দেশ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় আগামী ১৪ ফেব্রুয়ারি উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভারতের পশ্চিমবঙ্গে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান বরাবর সোমবার এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।



মামলার অন্যতম বাদী কলকাতার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক শক্তিশংকর বাগচী সোমবার বাংলানিউজকে বলেন, ‘আদালত সকাল ১১টায় এই রায় দিয়েছেন। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় গায়িকা মমতাজ ভারতের সাংস্কৃতিক এজেন্ট হিসেবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার জন্য চাহিদা মোতাবেক টাকাও অগ্রিম দেওয়া হয়। কিন্তু বেশ কয়েকটি অনুষ্ঠান হবার পর হঠাৎই ১১ ডিসেম্বর ২০০৮-এ মুশির্দাবাদ জেলার দৌলতাবাজার পল্লশ্রী ক্লাবের অনুষ্ঠান ‘মমতাজ নাইট’-এ তিনি অনুপস্থিত থাকেন। এর ফলে টিকিট কেটে অনুষ্ঠান দেখতে আসা উত্তেজিত জনতা প্যান্ডেল ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এতে তার কয়েক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এই ২০ লাখ রুপির প্রতারণা ও মানহানির মামলা করা হয়। ’

তিনি আরও বলেন, ‘সব জানিয়ে তিনি মমতাজকে বললে তিনি কোনো টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বার কয়েক বাংলাদেশে গিয়ে দেখা করলেও কোনো ফল হয়নি। ’

তাই তিনি বাধ্য হয়ে ২০০৯-এর ফেব্রুয়ারি মাসে আদালতে যান। বহরমপুর আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিলে মমতাজ তা অমান্য করেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এরপর মমতাজ ১৪ এপ্রিল বহরমপুরে এসে আদালতে জামিন নেন। সেই সময় তিনি সাংবাদিকদের বলেন, ঢাকায় ফিরে শক্তিশংকর বাগচীর বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির মামলা করবেন, যা পরের দিন কলকাতায় প্রতিটি সংবাদপত্রে প্রকাশিত হয়। এদিন, বিচারক তাকে পরবর্তী তারিখে আদালতে আসতে বললেও লাগাতারভাবে তিনি অনুপস্থিত থাকেন।

বাধ্য হয়ে শক্তিশংকর বাগচি কলকাতা হাইকোর্টে আবেদন করেন। ২০১০-এর জুলাইয়ে হাইকোর্ট তাকে ১৫ আগস্ট আদালতে উপস্থিত হওয়ার সমন পাঠায়। এবারও তিনি অনুপস্থিত থাকেন। নভেম্বর মাসে আবার সমন যায়। তিনি অনুপস্থিত থাকেন।

শক্তিশংকর বাগচীর আইনজীবী জয়দীপ বিশ্বাস জানিয়েছেন, ‘আমাদের আবেদনে ১২ নম্বর আদালতের  বিচারক অসীম ব্যানার্জি কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রের পক্ষ থেকে মমতাজকে আদালতে হাজির করবেন। ’

ভারতীয় সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।