ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাহ আবদুল করিম ও পণ্ডিত রামকানাই দাশকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

আবহমান বাঙালি সংস্কৃতির ধারক বাউল সাধক ও একুশে পদকপ্রাপ্ত লোককবি শাহ আবদুল করিম এবং সঙ্গীতগুরু পণ্ডিত রামকানাই দাশ আমাদের সংস্কৃতিজগতের দুই কৃতী ব্যক্তিত্ব। তাদের জীবন ও কর্ম নিয়ে সম্প্রতি নিরঞ্জন দে নির্মাণ করেছেন দুটি তথ্যচিত্র।

এই দুই তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে আজ ১১ ফেব্রুয়ারি  শুক্রবার, বিকেল ৫টায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে। তথ্যচিত্র দুটি হলো ‘কেমনে চিনিব তোমারে’ ও ‘সুরের পথিক’।


বাউল সম্রাট শাহ আবদুল করিম বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ভাটি বাংলার প্রাণপুরুষ । তিনি একজন কণ্ঠশিল্পী ও অনেক  জনপ্রিয় গানের রচয়িতা।   তার গানে দেহতত্ত্ব, প্রেম, প্রকৃতি, গণচেতনা সবকিছুই  স্থান পেয়েছে।

পণ্ডিত রামকানাই দাশ জন্মগতভাবে একটি সাংস্কৃতিক পরিম-লে বড় হয়েছেন। তার পিতামহ ও পিতা-মাতা গান লেখতেন এবং গাইতেন । তিনি একাধারে শুদ্ধ সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতের একজন সংগ্রাহক, সংরক এবং প্রচারক । প্রাচীন গানগুলোকে তিনি খুঁজে খুঁজে বের করেছেন এবং অবিকৃত সুরে গেয়ে চলেছেন, শেখাচ্ছেন এবং রেকর্ডও করেছেন ।

১৯৯৩ সালে ধারণকৃত ‘কেমনে চিনিব তোমারে’ তথ্যচিত্রটিতে শাহ আবদুল করিমের নিজ কণ্ঠে তার ঘটনাবহুল জীবন উঠে এসেছে। এই তথ্যচিত্রের ভূমিকায় অংশ নিয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

‘সুরের পথিক’ তথ্যচিত্রটিতে পণ্ডিত রামকানাই দাশের দীর্ঘ সুরময় জীবনের নানা ঘটনা ও কাহিনী ফুটে উঠেছে।


বাংলাদেশ সময় ০০১৫, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।