ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গীতমালিকার ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু ১২ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‌‌গীতিমালিকা ১২ ফেব্রুয়ারি শনিবার থেকে আয়োজন করছে বিশেষ অনুষ্ঠানমালার। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।



সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল ৫টায়। থাকবে রবীন্দ্রনাথের সঙ্গীতচিন্তা ও গায়কীর বিশুদ্ধতা নিয়ে আলোচনা এবং খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত।

১১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের এ তথ্য জানান কবি ও গীতমালিকার সভাপতি আসাদ চৌধুরী। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের গান সৃষ্টিকর্তার প্রতি মানুষের বিশ্বাসকে আরও গভীর করে তোলে। সমাজে অমানবিক কার্যকলাপ থেকে মানুষকে বিরত রাখতে সাহায্য করে। মনুষ্যত্ব বিকশিত হয়। ’

কবি আসাদ চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে আমরা রবীন্দ্রনাথের গান মানুষের কাছে পৌঁছানোর কাজে অংশীদার হতে চাই। ’

এ উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা-চেতনার বাইরে গিয়ে তার গানের বিকৃতি না করা এবং যেমন খুশি তেমন করে না গাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আসাদ চৌধুরী জানান, তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন সদ্যপ্রয়াত শিল্পী কলিম শরাফী, দ্বিতীয় দিন শিল্পী সুচিত্রা মিত্র এবং তৃতীয় দিন শিল্পী ভীমসেন যোশীর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গীতমালিকার পরিচালক মিজানুর রহমান তসলিম, সাধারণ সম্পাদক সাজেদা শুক্লা, প্রচার সম্পাদক খন্দকার হাসিবুজ্জমান, অভিনেতা ও সঙ্গীত শিল্পী খায়রুল আলম  সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময় ১৩৫২, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।