ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য প্রফেশনাল্স’-এর প্রিমিয়ার শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

ব্রীজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত  স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য প্রফেশনাল্স’-এর প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ধানমন্ডির রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে। ক্যাল জাহান সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন অনিকেত আলম।

ছবিটি ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন ইভেন্টে প্রদর্শিত হলেও বাংলাদেশে এবারই প্রথম প্রদর্শিত হচ্ছে।

‘দ্য প্রফেশনাল্স’-এর প্রিমিয়ার প্রদর্শনীতে প্রধান অতিথি থাকছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। বিশেষ অতিথি থাকছেন চলচ্চিত্র পরিচালক আবু সাইয়ীদ, চলচ্চিত্র তারকা উজ্জ্বল ও অভিনেত্রী শমী কায়সার।

একজন সাধারণ মিল কর্মী জসিম চিকিৎসকদের অবহেলার কারণে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নেয়। একজন পেশাদার লোকের একটি মাত্র অসতর্কতামূলক কাজের জন্য অন্য একজনের স্বপ্ন, তার পরিবারের আশা আকাঙ্খা এবং তার বাচ্চার ভবিষ্যৎ বিধ্বস্ত হয়ে যায়। একসময় জসিমের সামনে একটা দূর্লভ সুযোগ আসে, প্রতিশোধ নেওয়ার এবং তার জীবনের সবকিছু ঠিকঠাক করার। ছবির প্রধান চরিত্র মিল কর্মী জসিমের ভূমিকায় অভিনয় করেছেন আরেফ সৈয়দ। এই অভিনেতা নিউইয়র্কে সিটির স্টেলা এডলার স্টুডিও অব এক্টিং  একং নেইবাারহুড প্লেহাউজ থেকে অভিনয়ের উপর প্রশিক্ষণ নিয়েছেন। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী আরেফ সৈয়দ বর্তমানে বাংলাদেশের থিয়েটার দল বটতলায় যুক্ত আছেন।

খুলনার সাতক্ষিরায় ধারণকৃত ‘দ্য প্রফেশনাল্স’ ছবিটির অন্য চরিত্রে অভিনয় করেছেন আব্দুল হান্নান, অর্পন মন্ডল প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন সাদ চৌধুরী। সম্পাদনা করেছেন ওয়েসিস মুহাম্মদ ও আরেফ সৈয়দ।

বাংলাদেশ সময় ১৫২০, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।