ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মুখোমুখি আনিসুল হক ও ফারুকী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

নাট্যকার আর নিমার্তা মিলেও যে জুটি গড়ে তোলা যায় তারই দৃষ্টান্ত আনিসুল হক আর মোস্তফা সরয়ার ফারুকী। আনিসুল হকের লেখা বহু নাটক পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এখনও ফারুকীর প্রিয় নাট্যকারের নাম জানতে চাইলে তিনি চোখ বুজে বলেন, আনিসুল হক। একইভাবে আনিসুল হকের কাছে পছন্দের নির্মাতার নাম জানতে চাইলে তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকী। এই নাট্যকার-নির্মাতা জুটি এবার মুখোমুখি হচ্ছেন বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘আমার আমি’-তে।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা হয়েছিলো, আপনাকে আর আনিসুল হককে ইদানীং কোনো প্রোগ্রামে একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছে না কেন?’ এই প্রশ্নের উত্তরে ফারুকী মজা করে বললেন, আসলে আমি কিছুদিন আগে বিয়ে করলাম তো... তাই। অবাক হয়ে উপস্থাপক বললেন, মানে! এবার ফারুকীর উত্তর, মানে হচ্ছে, এখন তো আর আমি ব্যাচেলর নাই। বউকে সময় দেওয়ার পর বাকি যে সময়টা পাই তার থেকে কিছু সময় আনিস ভাইকে দিই। ’ এরকমই মজার মজার কথা উঠে এসেছে ‘আমার আমি’ অনুষ্ঠানে আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকীর আড্ডায়।

রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’ অনুষ্ঠানটির এই পর্ব প্রচারিত হবে ২০ ফেব্রুয়ারি রোববার রাত ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ সময় ২১৫০, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।