ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ব্রিটনির সঙ্গে গান গাইলেন উইলিয়াম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

জনপ্রিয় সঙ্গীতদল ‘ব্লাক আইড পিজ’-এর শিল্পী উইলিয়াম গান গেলেন ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে। এই গানটি থাকবে ব্রিটনির নতুন অ্যালবাম ‘ফেম্মে ফেতাল’ (রমণী ভয়ঙ্কর)-এ।



উইলিয়াম ইতিমধ্যে ব্রিটনির সঙ্গে একটি গান গেয়েছেন। এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে দ্বিতীয় গানের জন্য। খবর : কন্টাক্টমিউজিক.কম

উইলিয়াম তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন : ‘আজ স্টুডিওতে আমি ব্রিটনির সঙ্গে আরেকটি গান রেকর্ড করলাম তার ‘ফেম্মে ফেতাল’ অ্যালবামটির জন্য’।

‘আই গোটা ফিলিং’-খ্যাত শিল্পী উইলিয়াম আশা করেন তাদের যৌথভাবে গাওয়া গানটি ব্রিটনির ভক্তরা খুব পছন্দ করবেন।

এই অ্যালবামটি আগামী মার্চে বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ সময় ২২০৫, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।