ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘আমার বন্ধু রাশেদ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

ইমপ্রেস টেলিফিল্ম লি. ও মনন চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বরেণ্য পরিচালক মোরশেদ্লু ইসলাম।

  ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু এবং ওয়েব সাইট উদ্বোধন উপলে ০৫ মার্চ শনিবার বিকেলে চ্যানেল আইতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘আমার বন্ধু রাশেদ’ ছবির আনুষ্ঠানিক প্রচার শুরুর এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির কাহিনীকার মুহাম্মদ জাফর ইকবাল, ছবির পরিচালক মোরশেদুল ইসলাম, পরিবেশক হাবিবুর রহমান খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদসহ ছবির কলাকুশলীবৃন্দ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ মার্চ ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।