ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দর্শকের গল্প অবলম্বনে নাটক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

দর্শকের পাঠানো গল্প অবলম্বনে নির্মিত নাটক প্রচার করছে এনটিভি। ৫২ পর্বের ‘দর্শকের গল্প’ সিরিয়ালে দেখানো হচ্ছে বেশ কিছু খন্ড নাটক।

প্রতি সপ্তাহের দুইদিন সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে।

এবারের পর্বটি নির্মিত হয়েছে অরবিন্দ মন্ডলের গল্প অবলম্বনে। নাটকের নাম ‘সমাধান’। ইলোরা লিলিথের নাট্যরূপে এ নাটকে অভিনয় করেছেন তিশা, শিরিন আলম, অবিদ রেহান, মৃণাল দত্ত প্রমূখ।

নাটকটির কাহিনীধারায় দেখা যাবে, অনিতার উপর তার সংসার নির্ভরশীল। অনিতা, তার বুদ্ধি প্রতিবন্ধী ভাই ও তার মা। সবাই অপেক্ষা করে তার চাকরীর জন্য। চাকরীটা অনিতার ঠিকই হয় কিন্তু সেই চাকরীর সূত্র ধরে তার জীবনে আসে এক কালো অধ্যায়। স্কৃলে যাবার পথে তিন বখাটে অত্যাচারে তার জীবন দূর্বিষহ হয়ে ওঠে। এ থেকে বাঁচার জন্য সে একটা আশ্চর্য সমাধান বের করে। সেই আশ্চর্য সমাধানের গল্প নিয়েই এগিয়ে যায় নাটক ‘সমাধান’।

বাংলাদেশ সময় ১৭৪০, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।