ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রাজ্জাক-সোহেল রানা-উজ্জ্বল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

এ দেশের চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি নির্বাচন আগামী ০৩ জুন। এই নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।

চলচ্চিত্রের একসময়ের চার জনপ্রিয় নায়ক রাজ্জাক, সোহেল রানা ও উজ্জ্বল অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। এবার প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে তারা এক প্যানেল থেকে প্রাথী হচ্ছেন।

চলচ্চিত্রের বর্তমান অচলাবস্থা কাটতে আগামী ২৮শে মার্চ বিকাল ৫টায় বিজয়নগরের হোটেল ৭১-এ একটি সমাবেশের ডাক দিয়েছেন তারা। এই সমাবেশে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নায়করাজ রাজ্জাক বললেন, চলচ্চিত্রে সংকট কাটাতে আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি। সমমনাদের নিয়ে একটি প্যানেল গঠনের জন্য কাজ করছি। এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, আমাদের মধ্যে কথাবার্তা চলছে। বেশ কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ একটি প্যানেল গঠন করতে পারবো।

বাংলাদেশ সময় ১৯২৫, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।