ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ে বার্ষিকী পালনের পরিকল্পনা চলছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

দেখতে দেখতে চারটি বছর চলে গেল। ২০০৭ এর ২০ এপ্রিল ছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন।

অনেক আলোচিত এক বিয়ে হয়েছিল সেই দিন। বর ছিলেন অভিষেক বচ্চন আর কনে ঐশ্বরিয়া রাই।

ভক্তদের ছিল অনেক জল্পনা-কল্পনা ও আলোচনা-বিশ্লেষণ। জ্যোতিষীদের ভবিষ্যতবাণীর প্রতিও দৃষ্টি ছিল অনেকের। তবে সবকিছুর সমাপ্তি ঘটিয়ে মহা জাঁকজমক কায়দায় বিয়ে হয়েছিল বলিউডের এই দুই জনপ্রিয় তারকার।

বিয়ের আগে তাদের ব্যস্ততা যেমন ছিল, তেমনি ব্যস্ততা আছে বিয়ের পরও। তাই এই দম্পতিকে একটু আগে-ভাগেই ভাবতে হচ্ছে কেমন করে উদযাপন করবেন বিয়ের দিনটিকে। সূত্র: বলিউড.কম

অভিষেকের মতে, সময় বের করাটাই এখনো সবচেয়ে বড় সমস্যা। এর আগের বিয়ে বার্ষিকীগুলোতে তেমন কোন উপহারই দেয়া হয়নি। তবে এবার নিরালায় একটু সময় কাটাতে চান অভিষেক ও ঐশ্বরিয়া।

বাংলাদেশ সময় ১৯১২, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।