ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এক ডজন ছবি

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

আলাদিনের দৈত্যের চেরাগের গল্পের সাথে আমানের সিনেমার আসার গল্প অনেকখানি মিল। রূপালি পর্দায় অভিষেক হয় পি.এ.কাজলের ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবির মাধ্যমে।

এই ছবিতে তার বিপরীতে কাজ করেন জনপ্রিয় নায়িকা শাবনূর।

প্রথমেই শাবনূরের মত বড় মাপের অভিনেত্রীর সঙ্গে অভিনয় সত্যি কি আলাদিনের চেরাগ পেয়েছিলেন? এ প্রশ্নের জবাবে আমানের মুচকি হাসি। তারপর বললেন সিনেমায় আসার গল্প।

আচমকা হঠাৎ করেই সিনেমায় আসা। প্রতিদিনের মত সেদিনও সন্ধায় বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছবি প্রিন্ট করা। মালিবাগে একটি ছবি প্রিন্টের দোকানে গেলেন আর সেখানে দেখা হয়ে গেল এক নামকরা পরিচালকের সাথে। কথার এক পর্যাযে পরিচালক তাকে অভিনয়ের প্রস্তাব দেন । শুরুতে দ্বিধায় ভুগলেও শাবনূরের বিপরীতে কাজ করতে হবে শুনে রাজি হয়ে যান।

শুরুটা ভাল হলেও পরবর্তীতে আমান তেমন একটা সুবিধা করতে পারেননি। এ ব্যাপারে আমানের সোজাসাপ্টা বক্তব্য, আমি তখন অভিনয় তেমন জানতাম না বললেই চলে। তাই নার্ভাসনেসে ভুগতাম। তবে এখন কাজ করতে করতে শিখছি। আসলে হয়েছেও তাই, চলচ্চিত্রে আসার প্রথমদিকের আমান আর বর্তমান আমানের মধ্যে তফাৎ অনেক। নিয়ম করে ড্যান্স আর ফাইটিং শিখছেন। শুটিং থাকলেও কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে দৌড় দেন নাচের ক্লাসে। এখানেই শেষ নয়, নাচের পর যান জিমে।

এ পর্যন্ত মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। তার মধ্যে ভালবাসার শেষ নাই (নিপুণের বিপরীতে),কাজের মানুষ(রতœার বিপরীতে), পিরিতের আগুন জলে দ্বিগুণ(শাবনূরের বিপরীতে), সেই তুফান(কেয়ার বিপরীত) এবং সেখানে তুমি সেখানে আমি (শাবনূরের বিপরীতে) । আমানের হাতে এখন রয়েছে আরও ১২ টি ছবির কাজ। যার মধ্যে উল্লেখযোগ্য হল রকিবুল আলম রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’, জে সরকারের ‘বিদ্রোহী গামের্ন্টস কন্যা’, অপূর্ব রানার ‘জীবনে তুমি মরণে তুমি’ প্রভৃতি । সামনের মাসে আমান অভিনীত ‘পালাবার পথ নেই’ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এ ছবিতে আমানের বিপরীতে রয়েছেন আরেক নবীন নায়িকা তমা।

অনেকেই অনেক সম্ভাবনা নিয়ে চলচ্চিত্রে আসে, কিন্তু অল্পদিন পরেই তারা হারিয়ে যায়।   এ প্রসঙ্গে আমান বলেন, আসলে অনেকে চলচ্চিত্রে এসে রাতারাতি সাফল্য চায়। সাফল্যের জন্য প্রয়োজন, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া আর ধৈর্য্য। আমি অন্তত আরও পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে এফডিসিতে কাজ করতে চাই।  

জুটি প্রথা বিশ্বাসী কিনা এমন প্রশ্নের জবাবে আমান জানান, সবদেশেই নায়ক-নায়িকারা জুটি বেঁধে কাজ করে। দর্শক যদি কোনো নায়িকার সঙ্গে আমার জুটি বেঁধে কাজ করা পছন্দ করে  তাহলে অবশ্যই তার প্রতি গুরুত্ব দিবো। জুটি হিসেবে আমানের পছন্দের নায়িকাদের তালিকায় রয়েছেন কেয়া,  নিপূন, শাবনূরসহ অনেকে।

আমান অবসর সময়ে প্রচুর হিন্দি, ইংরেজি ও ভারতীয় বাংলা ছবি দেখেন এবং বিশ্বের সেরা নায়কদের অভিনয়ে অনুপ্রাণিত হন। তাদের অভিনয়ের বিশেষত্ব বুঝে সেটি নিজের আয়ত্বে আনার কসরত করেন।

বাংলাদেশ সময় ১৯০৫, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।