ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাকিব খানের বিরুদ্ধে এবার প্রতারণার মামলা

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের বিরুদ্ধে এবার প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলা করা হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২০ এপ্রিল বুধবার চলচ্চিত্র-প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার এহতেশাম (শীষ মনোয়ার) মামলাটি দায়ের করেন।



আগামী ১৯ মে শাকিব খানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, শাকিব খান একজন অভিনেতা হওয়া সত্ত্বেও ব্যক্তিজীবনে একজন প্রতারক ও অন্যের অর্থ আত্মসাৎকারী। তিনি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অন্য রকম ভালবাসা’ এবং অন্য একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত বছরের ৭ ডিসেম্বর চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী অভিনয়ের শিডিউল প্রস্তুত করা হয়।  

মামলায় উল্লেখ করা হয়, দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৬০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। এর মধ্যে অগ্রিম নিয়েছেন ৪০ লাখ টাকা। কিন্তু শাকিব খান ‘অন্য রকম ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় বাদী এর কারণ জানতে চান। এ সময় বিবাদী শাকিব খান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ৪০ লাখ টাকা অগ্রিম নেওয়ার কথা অস্বীকার করেন। একপযায়ে বাদী টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখান। একারণে বাদী মনোয়ার এহতেশাম (শীষ মনোয়ার)  আদালতের কাছে শাকিব খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানান। আদালত মামলাটি আমলে নিয়ে শাকিব খানকে ১৯ মে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এর আগে শাকিব খান তাকে অস্ত্র ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলে আসামী শীষ মনোয়ার ও আবদুল আজিজ জামিন নেন।

এদিকে এফডিসিতে শাকিব খানের ওপর সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে শিল্পী ও কলাকুশলীদের কর্ম-বিরতি অব্যাহত আছে। একটি সূত্র জানিয়েছে, চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দাবির ভিত্তিতে এফডিসি কর্তৃপক্ষ উল্লেখিত সন্ত্রাসী ঘটনার বিষয়ে মামলা দায়ের করার প্রস্ততি নিচ্ছে।

শাকিব খান তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘অন্য রকম ভালোবাসা’ ছবির শিডিউল ঠিক থাকেনি প্রযোজক-পরিচালকের অব্যবস্থাপনার কারণে। এ বিষয়ে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই অবগত আছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত করে এসব ঘটনা ঘটাচ্ছে। আইনগতভাবেই আমি বিষয়টি মোকাবেলা করবো।

বাংলাদেশ সময় ১৭৩০, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।