ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাহরুখকে আমির খানের চ্যালেঞ্জ

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বলিউড ফিল্মডোমের দুই বিখ্যাত খান, শাহরুখ এবং আমির। দুজনের মধ্যে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক থাকলেও ইন্ডাষ্ট্রিতে তাদের মধ্যে রয়েছে একধরণের প্রতিদ্বন্দ্বিতা।

জনপ্রিয়তায় শাহরুখ খান বহুদূর এগিয়ে থাকলেও সেটা মানতে রাজি নন আমির খান। এবার তাই বক্স অফিসে শাহরুখকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আমির খান।

বলিউডের কিং খানের নতুন ছবি ‘ডন টু’-এর মুক্তির তারিখ চলতি বছরের ২৪ ডিসেম্বর। স্বাভাবিকভাবেই নির্মাতাদের এ সময় বিগ বাজেটের অন্য কোনো ছবি মুক্তি দেওয়া থেকে বিরত থাকার কথা। কারণ ব্যবসায়িকভাবে কিং খানের ছবির পাশে অন্য ছবি মুক্তি দেওয়া মানে হলো, বিরাট এক ঝুঁকি নেওয়া। আমির খান, কারিনা কাপুর ও রাণী মুখার্জী অভিনীত ‘জাখমী’ ছবির পরিচালক রিমা কাগতির পরিকল্পনা ছিল ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু কিং খানের ‘ডন টু’-এর মুক্তির তারিখ ঘোষণা শোনার পর রিমা কাগতি ‘জাখমী’ ছবি রিলিজ দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেন।

রিমা কাগতির এই সিদ্ধান্তে খানিকটা মনক্ষুণ্ন হন আমির খান। পরিচালককে আমির স্রেফ জানিয়ে দিয়েছেন, তিনি কিং খানের ভয়ে ভীত নন। শুধু তাই নয়, শাহরুখ খানকে একধরণের চ্যালেঞ্জ জানিয়ে আমির খান তার প্রযোজিত ‘দিল্লি বেলি’ ছবিটি ‘ডন টু’ মুক্তির দিনটাতেই রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই তাই বলাবলি করছেন, আগামী ২৪ ডিসেম্বর বলিউডে মুখোমুখি হচ্ছেন শাহরুখ আর আমির।

আমির খানের ভাগ্নে ইয়ং ক্রেজ ইমরান খান ও এক ঝাঁক নতুন মুখ অভিনীত ‘দিল্লি বেলি’ ছবিটি শাহরুখ খানের ‘ডন টু’ ছবির সঙ্গে ভালোই লড়াই করবে বলে বলিউডের অনেকের ধারণা।

বাংলাদেশ সময় ১৮২০, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।