ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

৫০ পর্বে ছায়া ঝংকার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

চ্যানেল আইতে প্রচারিত চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘ছায়া ঝংকার’ ২১ এপ্রিল পদার্পণ করছে ৫০তম পর্বে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পারভীন সুলতানা দিতি।

শাওন আশরাফের সহযোগিতায় অনুষ্ঠানটি গ্রস্থনা ও পরিচালনা করছেন মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার ৬ টায়

৫০তম পর্বটি সাজানো হয়েছে বিশেষভাবে। পাঁচভাগে বিভক্ত অনুষ্ঠানটির এ পর্বে থাকছে, এভারগ্রীণ সেগমেন্টে- মাসুদ রানা ছবির গান ‘মনেরই রঙে রাঙাবো.., রিমিক্স সেগমেন্টে- রংবাজ ছায়াছবির গান ‘হৈ হৈ রঙিলা রঙ্গীলারে..., রিসেন্ট ফ্রেশ- এ, মনের জ্বালা ছবির একটি গান ও ফিল্মিস্  টক সেগমেন্টে- মনের জ্বালা ছবির অংশ বিশেষ, জাষ্ট রিকোয়েষ্ট- এ, থাকবে- কখনো মেঘ কখনো বৃষ্টি ছবির গান ‘এক বৈশাখে লেখা প্রেমের চিঠি...। এ পর্বের দ্বিতীয় গান থাকবে আমার প্রাণের প্রিয়া ছবির গান চাই না মেয়ে তুমি অন্য কারো হও...। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে বোটানিক এ্যারোমার সৌজন্যে।

বাংলাদেশ সময় ২০২৫, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।