ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শিল্পকলায় শুরু হলো ৫ দিনের ফরাসি নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এপ্রিল ২৩ শনিবার সন্ধ্যায় শুরু হলো পাঁচ দিনের আন্তর্জাতিক ফরাসি নাট্যোৎসব।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এই উৎসব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে মাহমুদ সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় আবুল কালাম আজাদ বাংলাদেশ ও ফ্রান্সের ভেতর দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর উন্নতি আশা করেন। তিনি এই নাট্যোৎসবের সফলতাও কামনা করেন।

উৎসব উদ্বোধনের পর ফরাসি অ্যাক্রোবেটিক থিয়েটার দল প্রে আ পোর্তা প্রথমবারের মতো বাংলাদেশে নাটক প্রদর্শন করে। এই দলটির ‘কা কার্তুন আ ওয়াশিংতোঁ’ প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।

এরপর, চট্টগ্রামের ফেম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক প্রখ্যাত ফরাসি নাট্যকার ইউজেন আয়োনেস্কোর ‘দ্য লেসন’ মঞ্চস্থ করে।

বাংলাদেশ সময় ২০৫০, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।