ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাম্পাস ভিত্তিক ‘ইউল্যাব টিভি’-এর উদ্বোধন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

যাত্রা শুরু করলো ক্যাম্পাস ভিত্তিক টেলিভিশন ‘ইউল্যাব টিভি’। বুধবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এর উদ্বোধন হয়।



ব্যতিক্রমি এই উদ্যোগের উদ্যোক্তা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের এডভান্সড টেলিভিশন প্রডাকশন কোর্সের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাব টিভিতে প্রায় একঘণ্টা দৈর্ঘ্যের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। এর মধ্যে ছিল বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এই বাংলায়’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি’ ও ‘হাসতে মানা’, বাংলা ভাষা নিয়ে নির্মিত তথ্যচিত্র, লালবাগ কেল্লা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, মিউজিক ভিডিও, গেম শো।

৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নির্মিত অনুষ্ঠানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে রাঙ্গামাটি, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম, সোনারগাঁ, ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে।

ইউল্যাবের ধানমন্ডি ক্যাম্পাসে প্রাথমিক ভাবে সপ্তাহের নির্ধারিত কিছু সময়ে এই টিভি দেখার সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫০, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।