ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শেয়ারবাজার ডট কম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ৮, ২০১১

‘শেয়ার বাজার’ এ সময় বাংলাদেশের একটি আলোচিত বিষয়। পুঁজিবাজারের চালচিত্র নিয়ে এবার নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডট কম’।

নাটকটিতে শেয়ারবাজার নিয়ে কাজ করে এমন একদল সাংবাদিক অভিনয় করেছেন।

সম্প্রতি উত্তরা একটি শুটিং হাউজ ও মতিঝিলের কয়েকটি  ব্রোকারেজ হাউসে এই নাটকের কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। মিম  মিডিয়া এক্সপ্রেশনের ব্যানারে নাটকটি পরিচালনা করছেন নয়ন মিল্টন। নাটকটি সম্পর্কে তিনি বাংলানিউজকে বললেন, নাটকটিতে শেয়ারবাজারের নিত্য নৈমিত্তিক ঘটনা চিত্রের বাস্তব প্রতিচ্ছবি গুলোকে হাস্যরস আকারে তুলে ধরা হয়েছে।

ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডট কম’ অভিনয় করেছেন অপূর্ব, হিল্লোল, দীপা খন্দকার, জেনী ,তিনু করিম, নয়ন বাবুই, হুমায়রা হিমু, শামীম হাসান,  সামন্তা, ইয়াসমিন রাব্বি পপি, আমিনুল ইসলাম আকাশ, রুহান, রাজু আহমেদ , মিন্টু, শশি, সোয়েব, নাহিদ, শাওন, নাসরিন, সালাউদ্দিন, রাজা, শাহানারা ইসলাম চম্পা, আদিত্য , জিসান ও আরো অনেকে।   নাটকটির একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করবেন মীর সাব্বির।

বাংলাদেশ সময়: ১৮.২০ ঘন্টা ০৮ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।