ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রনবীর-অ্যাঞ্জেলা শুধুই কি বন্ধু !

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ৮, ২০১১

বলিউড তারকা রনবীর কাপুরের জীবনে আবারো নতুন বান্ধবী এসেছে। ইদানিং নতুন বান্ধবীর সঙ্গে তাকে প্রায়ই সময় কাটাতে দেখা যাচ্ছে।

রনবীরের নতুন এই বান্ধবীটি বলিউডে নবাগত হলেও এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছেন। আবেদনময়ী কিং ফিশার মডেল অ্যাঞ্জেলা জনসন হলেন রনবীরের নতুন বান্ধবী।

কিছুদিন আগে নায়িকা আনুশকা শর্মার জন্মদিনে রনবীর ও অ্যাঞ্জেলা দুজনের দেখা হয় । আনুশকাই তাদের পরিচয় করিয়ে দেন। সেই বার্থডে পার্টিতে তাদের দুজনকে দীর্ঘক্ষণ একান্তে কথা বলতে দেখা যায়। পার্টি থেকেই তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। এরপর রনবীরের সঙ্গে অ্যাঞ্জেলাকে নিয়মিত একটি বারে সময় কাটাতে দেখা যায় । যদিও রনবীর ও অ্যাঞ্জেলা দুজনই বলছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুতের সম্পর্ক! তবে কেউ কেউ তাদের এই সম্পর্ককে বাঁকা চোখে দেখতে শুরু করেছে। বিশেষ করে কিংফিশার মডেল অ্যাঞ্জেলা বান্দ্রায় একটি নতুন অ্যাপার্টমেন্ট কেনায় তাদের সম্পর্ককে কেউ কেউ বলছেন বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। কেনোনা অ্যাঞ্জেলার নতুন কেনা অ্যাপার্টমেন্ট থেকে রনবীরের বাড়ির দুরত্ব মাত্র কয়েক মিনিটের।

বাংলাদেশ সময় ২০২৫, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।