ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সৈয়দ আবদুল হাদীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ৯, ২০১১

রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর রবীন্দ্রসংগীতের একক অডিও অ্যালবাম ‘যখন ভাঙলো মিলনমেলা’। এটিই শিল্পীর প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম।

লেজার ভিশনের ব্যানারে এটি বাজারে এসেছে।

 সৈয়দ আবদুল হাদীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘যখন ভাঙলো মিলনমেলা’-তে রয়েছে রবীন্দ্রনাথের ৯টি জনপ্রিয় গান। যার মধ্যে রয়েছে- আমি চঞ্চল হে, তুমি কি কেবলই ছবি, যখন ভাঙলো মিলনমেলা, মনে কি দ্বিধা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন প্রভৃতি। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসেন টুটুল ও শিল্পী নিজে।

লেজার ভিশনের আয়োজনে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকীর দিন সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। মোড়ক উন্মোচনে অংশ নেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ,  বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান, রফিকুল আলম, আবিদা সুলতানা ও লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিনাত জাহান মুন্নী।

‘যখন ভাঙলো মিলনমেলা’ অ্যালবামটি প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বাংলানিউজকে বলেন, গান গাইতে শুরু করার পর থেকে একটা-দ্ইুটা রবীন্দ্রসঙ্গীত বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় গেয়েছি। কিন্তু সবগুলো একত্রিত করে আলাদা অ্যালবাম বের করার কথা ভাবি নি। এবার রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী সামনে রেখে মনে হলো, একটা রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের করা যেতে পারে। বিভিন্ন সময় গাওয়া পছন্দের রবীন্দ্রসঙ্গীতগুলো নতুন করে রেকর্ডিংয়ের কাজ শুরু করে দিলাম। আমার বিশ্বাস, রবীন্দ্রপ্রেমী শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।

বাংলাদেশ সময় ১৮২০, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।